ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

বাদামের যত গুণ

এআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২১ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাদামের যত গুণ

নিউজ ডেস্ক : বাদামের আছে অনেক গুণ। নিয়মিত বাদাম খেলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রস্টেট গ্ল্যান্ডের জন্য বাদাম দারুণ উপকারী। গবেষণার মাধ্যমে বাদামের অনেক গুণের কথা জানা গেছে।

 

কাঁচা, ভাজা ও শুকিয়ে খাওয়া যায় বাদাম। এতে গুণাগুণের কোন পরিবর্তন হয় না।

 

বাদামে আছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন। সুস্থ্ থাকার জন্য এসব উপাদান খুবই দরকারি।
বাদামে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট। এটি হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ভালো রাখে। নিয়ন্ত্রণ রাখে রক্তের ট্রাইগ্লিসাইড। মানুষের হৃদরোগের সম্ভাবনা তখনই বাড়ে যখন রক্তে ট্রাইগ্লিসাইডের মাত্রা বেড়ে যায়।

 

জীবনের একটি পর্যায়ে মানুষের ত্বকে বলিরেখা পরে। বাদামে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা বলিরেখা প্রতিরোধ করে। বাদাম ক্যান্সার রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

অনেকের দাঁত ও মাড়ি দিয়ে পুঁজ-রক্ত পড়ে। নিয়মিত বাদাম খেলে দাঁত সুস্থ থাকে। পুঁজ-রক্ত পড়া ভালো হয়।

 

ওজন নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখে বাদাম। নিয়মিত বাদাম খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৫/এআর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ