ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শতাধিক সহচরকে দীক্ষা দিল জবি রোভার স্কাউট গ্রুপ

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২১ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:০৭, ২১ এপ্রিল ২০২৪
শতাধিক সহচরকে দীক্ষা দিল জবি রোভার স্কাউট গ্রুপ

দেশের সর্বাধিক প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবু বাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার (২০ এপ্রিল) সকাল ৮টায় গাজীপুরের বাহাদুরপুর আঞ্চলিক রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শতাধিক সহচরকে তিন দিনব্যাপী ক্যাম্প শেষে দীক্ষা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জবি রোভার ইন কাউন্সিলের সভাপতি শরিফুল ইসলাম খানের ব্যবস্থাপনায় সাধারণ সম্পাদক অভিজিৎ বাড়ৈ এর সঞ্চালনায় জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এ দীক্ষা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন।

সাতবার স্বেচ্ছায় রক্তদানের স্বীকৃতিস্বরূপ সাবেক সিনিয়র রোভার মেট তন্ময় সরকারসহ পাঁচবারের অধিক রক্তদানকারী মোট ৫ জনকে রক্তদাতা সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ সহচর ও জিনিয়াস সহচরকে পুরস্কার তুলে দেওয়া হয়।

এর আগে, গত ১৮ এপ্রিল জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক অভিজিৎ বাড়ৈ এর সঞ্চালনায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

/লিমন/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়