ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

রাইজিংবিডির গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার পেলেন পাবিপ্রবির ছন্দা

পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৮ মে ২০২৪   আপডেট: ২০:৪১, ২৮ মে ২০২৪
রাইজিংবিডির গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার পেলেন পাবিপ্রবির ছন্দা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম ‘ঈদের স্মরণীয় স্মৃতি’ বিষয়ে গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আক্তার ছন্দা। পুরস্কার হিসেবে তাকে রাইজিংবিডির পক্ষ থেকে ৩ হাজার টাকার বই উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন পাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাব্বা রুহি ও রাইজিংবিডির পাবনা প্রতিনিধি শাহিন রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম রেজা, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহাজাদা মিয়া, দৈনিক কালের কণ্ঠ’র পাবনা প্রতিনিধি প্রবীর সাহা, পাবিপ্রবি প্রেসক্লাবের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন, রাইজিংবিডির পাবিপ্রবি সংবাদদাতা আহসান হাবীব, দ্য ডেইলি ক্যাম্পাস’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোজাহিদ হোসেন প্রমুখ।

পুরস্কার পেয়ে সাদিয়া আক্তার ছন্দা রাইজিংবিডিকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ওঠার পর লেখালেখি প্রায় বন্ধ করে দিয়েছি। রমজানে রাইজিংবিডিতে গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করতে দেখি। সেখানে মাত্র এক দিনের মধ্যে লেখা শেষ করে গল্পটি জমা দিই। ফলাফল যখন প্রকাশ হয়েছে, তখন দেখি আমি তৃতীয়।’

তিনি আরও বলেন, ‘রাইজিংবিডির এ পুরস্কার ভাষায় প্রকাশ করার মতো না। রাইজিংবিডি আমাকে সামনে লেখালেখি চালিয়ে যাওয়ার নতুন করে সুযোগ করে দিয়েছে। এ পুরস্কারের আমাকে পুনরায় লেখালেখি করার সাহস দিচ্ছে।’

পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাব্বা রুহি বলেন, ‘কার মধ্যে কী প্রতিভা রয়েছে, তা বোঝা যায় না। আমার বিভাগের একজন ছাত্রী এতো বড় একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো ফল করায় খুবই ভালো লাগছে। এটা পরিসংখ্যান বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। আমি চাই, আমার বিভাগের ছেলেমেয়েরা এ রকম উচ্চশিক্ষায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সব সময় যুক্ত থাকুক। আর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করার জন্য রাইজিংবিডি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’

/আহসান/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়