ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাইম ইউনিভার্সিটিতে যোগ দিলেন রকিবুল হাসান

ক্যাস্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২ জুলাই ২০২৪   আপডেট: ১০:১৪, ২ জুলাই ২০২৪
প্রাইম ইউনিভার্সিটিতে যোগ দিলেন রকিবুল হাসান

প্রাইম ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. রকিবুল হাসান।

সোমবার (১ জুলাই) তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির। এ সময় বাংলা বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে, ড. রকিবুল হাসান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান ও উত্তরা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স), এম এ ও পিএইচডি করেছেন রকিবুল হাসান। রকিবুল হাসানের জন্ম ১৯৬৮ সালের ৩১ মে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক, কথাসাহিত্যিক। অর্ধশতাধিক গ্রন্থ রচনা করেছেন তিনি। এছাড়া বিভিন্ন জার্নালে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়