ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবিতে উপাচার্য ও উপ-উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১৮ আগস্ট ২০২৪  
কুবিতে উপাচার্য ও উপ-উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবিরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে প্রশাসন ও ছাত্রলীগের প্রত্যক্ষ মদদ দেওয়ার অভিযোগ এনে তারা এ ঘোষণা দেন। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুসহ তিনদফা দাবি জানিয়েছেন তারা।

রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বরাবর এসব দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 

তাদের দাবিগুলো হলো- রেজিস্ট্রার দপ্তর থেকে উপাচার্য এবং উপ-উপাচার্য দপ্তরে কোনো নথি আদান-প্রদান হবে না, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কোনো প্রকার (অনলাইন/ অফলাইন) মিটিংয়ে যুক্ত হতে পারবেন না এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, এর আগেও এই শিক্ষকদের নিজেদের কোন্দলের কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা থেকে দূরে থাকতে হয়েছে। তারা যদি এখনও আবার শিক্ষার্থীদের সঙ্গে এমন করেন, তাহলে আমরা ধরে নিবো তারা ফ্যাসিস্টদের দোসর এবং তাদের প্রতিহত করতে শিক্ষার্থীরাই পরবর্তী ব্যবস্থা নিবে।

দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আমি নিজেও এই আওয়ামী সরকারের দ্বারা বারবার বৈষম্যের শিকার হয়েছি। আমার নিজের পদে তারা বসতে দেয়নি। শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণেই আজ আমি আমার পদে আসতে পেরেছি। আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি। তাদের দাবিগুলো সম্পন্ন করতে প্রশাসনিক যত সহযোগিতা প্রয়োজন হবে, আমি করবো।

/এমদাদুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়