ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইইউটিতে তিন দিনের শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৪ নভেম্বর ২০২৪  
আইইউটিতে তিন দিনের শোক ঘোষণা

বনভোজনে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এছাড়াও গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী সোমবার (২৫ নভেম্বর) থেকে বুধবার (২৭ নভেম্বর) পর্যন্ত গাজীপুরের আইইউটিতে শোক ঘোষণা করা হয়েছে। এ দিবসগুলোতে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মসজিদে গতকাল শনিবার রাতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে

এর আগে, শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬০ জন শিক্ষক-শিক্ষার্থী বিআরটিসির ছয়টি দ্বিতল বাসে বার্ষিক বনভোজনের উদ্দেশ্যে শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের দেড় কিলোমিটার আগে শ্রীপুরের উদয়খালী গ্রামে সকাল সাড়ে ৯টার দিকে শেষ বাসটি সড়কে ঝুলে থাকা পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে যায়।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতরা আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় আহত ছাত্রদের সর্বোত্তম যত্ন এবং সবরকম সহায়তার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, “তিনদিনের শোক ঘোষণাসহ আগামী এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি আইইউটি পতাকা অর্ধনমিত রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইইউটি থেকে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা হবে।”

ঢাকা/রেজাউল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়