ঢাকা     শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১

সকল ধর্মে প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫  
সকল ধর্মে প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে সকল ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে সরস্বতী পূজা উপলক্ষে ‘জ্ঞানেশ্বরী আরাধনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটি ও সনাতনী শিক্ষার্থী পরিষদ এ সভার আয়োজন করে।

উপাচার্য বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আমি ছোটবেলায় লোহাগাড়ার যে গ্রামে বেড়ে উঠেছি, আমাদের বাড়ির উত্তর পাশে হিন্দু ও পূর্ব পাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস ছিল। আমরা তাদের উৎসবে যেতাম, তারাও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসত। এ সম্প্রীতিই আমাদের শক্তি, আমাদের ঐতিহ্য।”

তিনি বলেন, “আমাদের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে সকল ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে সত্য, সুন্দর, সম্প্রীতি ও জ্ঞানচর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ আগামী গড়ে তুলব।”

নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বিদ্যার দেবী সরস্বতীর আবির্ভাব উপলক্ষে উপাসনালয়ে প্রতিমা স্থাপন, হোমযজ্ঞ, অঞ্জলি প্রদান, গীতি ও নৃত্য আলেখ্য, ধর্মীয় কুইজ, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়