ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণের বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৯ মার্চ ২০২৫   আপডেট: ১২:৩৯, ৯ মার্চ ২০২৫
ধর্ষণের বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা

সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

ক্লাস পরীক্ষা বর্জন করে রবিবার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা।

এসময় তারা "অ্যাকশন টু ডু ডাইরেক্ট অ্যাকশান", "আমার বোনের কান্না আর নয় কান্না", "একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর", "ইউ ওয়ান্ট যাস্টিস নো মোর রেপিস্ট", "খুনি কেনো বাহিরে ইনটেরিম জবাব চাই", "রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশান", আমার বোনের কান্না আর না আর না", আমার মায়ের কান্না আর না আর না", "তুমি কে আমি কে আছিয়া আছিয়া" এমন সব স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “সারা দেশে  ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার করতে না পারলে শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার ১ দফা নিয়ে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসনও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না, এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, “দেশে এসব কী শুরু হয়েছে? সরকারের কাজ কী? এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই। তারা কি সবাই ঘুমাচ্ছে? সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।”

ঢাকা/ফাহিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়