ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবির ভর্তিতে ‘আরবি’ জটিলতা থাকছে না

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ৮ এপ্রিল ২০২৫  
ঢাবির ভর্তিতে ‘আরবি’ জটিলতা থাকছে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিষয় পছন্দক্রম ফরম পূরণের সময় ‘আরবি বিভাগ’ দিতে গিয়ে অনেকে জটিলতায় পড়েছিলেন। তবে এ শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে বিষয় পছন্দক্রমে আরবি দিতে পারবেন।

এ জটিলতা নিরসনের বিষয়টি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন:

ওয়েবসাইটের নির্দেশনায় বলা হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যেসব শিক্ষার্থীর আরবি বিষয়ের জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও ভর্তিযোগ্য বিষয়ের মধ্যে আরবি বিষয়টি নেই, তাদের অনুগ্রহ করে মঙ্গলবার (৮ এপ্রিল) বিষয় পছন্দক্রম প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা ইতোমধ্যে আরবি ব্যতীত বিষয় পছন্দক্রম পূরণ করে ফেলেছেন, তাদের নতুন নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

অন্য এক নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর অনেক বেশি সংখ্যক বিষয়ে ভর্তির যোগ্যতা রয়েছে, তাদের অনেকের অনলাইনে বিষয়ের পছন্দক্রম প্রদানের সময় দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে। এতে তাদের কারও কারও ক্ষেত্রে সেশন টাইমড আউট হয়ে যাচ্ছে এবং পুনরায় প্রথম থেকে সব কাজ করতে হচ্ছে।

এ অবস্থা এড়াতে শিক্ষার্থীদের প্রথমে বাঁ দিকের মেনু থেকে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ ক্লিক করে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ডাউনলোড ও প্রিন্ট করে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রিন্ট করার পর তাতে পেনসিলে ক্রম আগে থেকে লিখে নিয়ে তারপর সে মোতাবেক বিষয়ের পছন্দক্রম অনলাইনে বাছাই করা হলে কম সময়ে তা করা যাবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়