ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।
দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছ। তফসিলে ২০২৫ সালের এ নির্বাচনে আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এর আগে, সোমবার (২৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট ভবনের সম্মেলন কক্ষে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।
ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল ৩০ জুলাই। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ আগামী ৬ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকাল ৪টায়।
আগামী ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৯ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন বাছাই করা হবে ২০ আগস্ট।
প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১টায়। ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।
আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উভয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাত ৯টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসু নির্বাচনের ফলাফল সমন্বিতভাবে নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভা কক্ষে ঘোষণা করা হবে।
ঢাকা/সৌরভ/মেহেদী