ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবির ডিপিপির দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ

রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৩১ জুলাই ২০২৫  
রবির ডিপিপির দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে মৌন মিছিল ও জনসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে মিছিল নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। মিছিলটি শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

পরে তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর, দিলরুবা বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় জনসংযোগ করেন।

জনসংযোগ শেষে সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এসময় সম্পূর্ণ যান চলাচল বন্ধ ছিল।

এর আগে, বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীরা ডিপিপি অনুমোদনের দাবিতে মশাল মিছিল করেন।

প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়