ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৩ আগস্ট ২০২৫  
রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে স্থানীয় জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনগুলোর সদস্যরা যোগ দেন। 

রবিবার (৩ আগস্ট) সকাল ১০টায় শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ডে অবরোধ করে তারা এ বিক্ষোভ সমাবেশ করেছেন। এ কর্মসূচিতে স্থানীয়রা যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা তাদের ধন্যবাদ জানান।

আরো পড়ুন:

এ সময় বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

মহাসড়কে অবস্থান চলাকালে সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন নিয়ে ক্রমাগত অবহেলা ও কালক্ষেপণে হতাশ ও ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ আন্দোলনের একাদশতম দিন। শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ তাদের শ্রেণিকক্ষের বাইরে এসে রোদ-বৃষ্টি উপেক্ষা করে সরকারের নিকট ক্রমাগত দাবি জানিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি “

তিনি বলেন, “৯ বছর ধরে ধুঁকতে থাকা একটি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত নগণ্য অঙ্কের ডিপিপি অনুমোদনে সরকারের এই নির্লিপ্ততা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্য অশনি সংকেত। আমরা কি ধরে নেব, ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় বলেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না?”

তিনি আরো বলেন, “এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কোনো সুযোগ-সুবিধা নেই। কেনো আমাদের ক্যাম্পাসের দাবিতে রাজপথে নামতে হবে? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। উপদেষ্টাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও প্রত্যাশা। আপনারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ প্রত্যক্ষ করুন, তাদের প্রতি সদয় হোন।”

ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করে এই শিক্ষক বলেন, “৪ আগস্ট সকাল ১০টা-১২টা ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি ও পথনাটক, ৬ আগস্ট সকাল ১০টা-১২টা ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি ও শিকলভাঙার গান, ৭ আগস্ট সকাল ১০টা-১২টা ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি ও অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতি, ১০ আগস্ট সকাল ১০টা-বিকেল ৫টা ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থানসহ পূর্ণদিবস কর্মবিরতি ও আলোচনা।”

গত ২৪ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পৃথক দুটি সংবাদ সম্মেলনে ডিপিপি অনুমোদনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। তারা গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি বয়কট করে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন।

ঢাকা/হাবিবুর/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়