ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌন হয়রানির অভিযোগে বেরোবি শিক্ষক রশীদুল বরখাস্ত

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ৪ আগস্ট ২০২৫  
যৌন হয়রানির অভিযোগে বেরোবি শিক্ষক রশীদুল বরখাস্ত

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম

‎‎যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

‎বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে ‎রবিবার (৩ আগস্ট) রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়।

আরো পড়ুন:

‎পরিসংখ্যান বিভাগ সাবেক শিক্ষার্থী শ্রী রাতুল বাসার বলেন, “আমরা সাময়িক বরখাস্ত না, স্থায়ী বরখাস্ত চাই।”

‎এ বিষয়ে জানতে বরখাস্ত হওয়ার শিক্ষক পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি।

‎‎বেরোবি উপাচার্য ড. শওকাত আলী বলেন, “আমরা আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে সিন্ডিকেটকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ভবিষ্যতেও আমরা করব। এ ব্যাপারে কার্যক্রমে কেউ যুক্ত থাকলে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেব।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়