ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঐতিহাসিক জুলাইয়ের কারণে আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী: ঢাবি উপাচার্য

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ২১:৫৬, ৪ আগস্ট ২০২৫
ঐতিহাসিক জুলাইয়ের কারণে আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, “ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের কারণে আজ আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী। এতে আমাদের দায় অনেক বেড়েছে। এখন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে আমাদের এগিয়ে যেতে হবে।”

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইন অনুষদ আয়োজিত পৃথক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সেমিনারে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে ‘জুলাই গণ-অভ্যুত্থান: অর্থনৈতিক শোষণ ও নৈতিক অবক্ষয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম সেমিনারে স্বাগত বক্তব্য দেন।। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আইন অনুষদের উদ্যোগে ‘মানবাধিকার ও জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এতে স্বাগত বক্তব্য দেন। আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. খুরশীদ আলম এবং অধ্যাপক ড, শাহনাজ হুদা আলোচনায় অংশ নেন। সেমিনারের শুরুতে জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিনীত ‘বিপ্লবটা ভেতরের’ শীর্ষক নাটিকা মঞ্চস্থ হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের বেশ কিছু সেমিনার, সম্মেলন, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জুলাই যোদ্ধাদের ঋণ স্বীকার এবং একাডেমিক প্রেক্ষাপট থেকে জুলাইকে বিশ্লেষণ করার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ জাতীয় আয়োজনগুলো শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর একটি প্রায়োগিক রূপ আমরা দিতে চাই।”

তিনি বলেন, “সেমিনার থেকে উঠে আসা দিকনির্দেশনা, মতামত ও আলোচ্যবিষয়গুলো আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। এ ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্য বিনষ্ট হওয়ার পরিণতি আমাদের সবারই জানা। তাই আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে ঐক্যই শক্তি।”

এছাড়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘৩৬ জুলাই: বিপ্লবেই মুক্তি’, জাপানিজ স্টাডিজ বিভাগে ‘ফিরে দেখা জুলাই: গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সামাজিক ন্যায়বিচারের ধারণা’ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘স্মৃতিতে অম্লান জুলাই ২০২৪’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়