ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী ১৮৯ ছাত্রলীগ নেতাকর্মীর শাস্তি

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:১৭, ৫ আগস্ট ২০২৫
জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী ১৮৯ ছাত্রলীগ নেতাকর্মীর শাস্তি

ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় সিন্ডিকেট সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান এ সিদ্ধান্তের কথা জানান।

আরো পড়ুন:

তিনি জানান, ঘটনায় জড়িত মোট ২২৯ জনের তালিকা তৈরি করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, এদের মধ্যে ১৮৯ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং বাকি ৪০ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে ২০ জন বর্তমান এবং ২০ জন সাবেক শিক্ষার্থী।

জানা গেছে, শাস্তিপ্রাপ্তদের মধ্যে বর্তমান শিক্ষার্থী ১১০ জন। এদের মধ্যে আজীবন বহিষ্কার ৬৪ জন, ২ বছরের জন্য বহিষ্কার ৩৭ জন, ১ বছরের জন্য বহিষ্কার আটজন, ৬ মাসের জন্য বহিষ্কার একজন।

এছাড়া, ৭৯ জন সাবেক শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল এবং ২ বছরের জন্য ৬ জনের সনদ স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। শাস্তিপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ, শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা ও সহিংসতায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে যাদের কোনো ফুটেজ, সাক্ষ্য বা হামলায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাদের শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “আমাদের এই রিপোর্টি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে (আইসিটি) পাঠানো হবে এবং সেখান থেকে মামলা করা হবে। এক্ষেত্রে আইসিটির প্রসিকিউটরদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন আমাদের এই তথ্যগুলো তাদের মামলার ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়াও এর বাইরে যেকোনো তথ্যপ্রমাণে আমরা আইসিটিকে সহযোগিতা করব।” 

বিশ্ববিদ্যালয়ের শাস্তিপ্রাপ্ত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বাইরে হামলায় অংশগ্রহণকারী যেসব পুলিশ, বহিরাগতদের বিভিন্নভাবে সনাক্ত করা গেছে, তাদের তথ্যও আইসিটিতে পাঠানো হবে বলে জানান তিনি ।

গত বছরের জুলাই মাসে ক্যাম্পাসে সংঘটিত আন্দোলন দমনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে ১৪ জুলাই বঙ্গবন্ধু হলের সামনে, রবীন্দ্রনাথ ঠাকুর হলে এবং উপাচার্যের বাসার ভিতরে হামলা করা হয় । এতে বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হন।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়