ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঁদপুরে পুনাকের শিল্প ও পণ্য মেলা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ জুন ২০২২  
চাঁদপুরে পুনাকের শিল্প ও পণ্য মেলা

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের আয়োজনে ‘পুনাক শিল্প ও পণ্য মেলা’ শুরু হয়েছে। সোমবার (২০ জুন) সন্ধ্যায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে এ মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেলাটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে। আগামী ২০ জুলাই মেলাটি শেষ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, মেলা উপলক্ষে প্রতিদিনই শহরের আউটার স্টেডিয়ামে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ ভীড় করছেন। মেলায় ইবিআইটিএস নামে স্টল দেওয়া নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার বলেন, ‘আমি হাতে তৈরি খাবার মেলায় বিক্রি করছি। আর সেটি মেলায় বিক্রির সুযোগ পাওয়ায় আয়োজকদের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

মেলায় ঘুরতে আসা ভ্রমণপিপাসু তুলী ও প্রাপ্তি নামের দুই নারী বলেন, আমরা সারাক্ষণ পারিবারিক কাজেই সময় ব্যয় করি। কিন্তু এখন পুনাক'র এই মেলাটি হওয়ায় এখানে বাবার সঙ্গে ঘুরতে এসে ভালো লাগছে।’ 

মেলার আয়োজকদের তথ্য মতে, অসহায় ও দুঃস্থ নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী এবং প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মিলন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে মেলায় ১০০’র বেশি শিল্প ও পণ্যের স্টল, ৮টি প্যাভিলিয়ন, বাচ্চাদের শিশু পার্ক, ভূতের বাড়ি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে মেলা সাজানো হয়েছে।

এ বিষয়ে পুনাক চাঁদপুরের অধ্যক্ষ শিপ্রা মজুমদার বলেন, ‘আমরা দুটি লক্ষ্যে পুনাকের এ মেলা আয়োজন করেছি। এরমধ্যে প্রথমটি হলো অসহায় ও দুঃস্থ নারীদের হস্তশিল্পগুলো মেলায় বিক্রির সুযোগ করে দেওয়া এবং তাদের সাবলম্বী করে তোলা। আর দ্বিতীয়টি হচ্ছে শিশুদের কিছুটা বিনোদন পেতে সাহায্য করা। আমাদের মেলার লভ্যাংশ অসহায় নারীদের সহযোগিতাসহ সামাজিক নানান কাজে ব্যয় হবে।’

এ বিষয়ে পুনাকের শিল্প ও পণ্য মেলার অন্যতম পরিচালক তপু আবিদ বলেন, ‘সারাদেশে পুনাকের যতগুলো শাখা রয়েছে প্রত্যেক শাখার উদ্যোগেই এই মেলা আয়োজিত হচ্ছে। তার ধারাবাহিকতায় কয়েকটি স্থানে পুনাক মেলা সম্পন্ন হয়ে এখন চাঁদপুরে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। 

অমরেশ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়