ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জনগণের অংশগ্রহণমূলক নগর সরকার প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনগণের অংশগ্রহণমূলক নগর সরকার প্রয়োজন’

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে জনগণের অংশগ্রহণমূলক ‘নগর সরকার’ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ‘যুব বাঙালি’ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মো. কামরুজ্জামান ও সদস্য সচিব তানসেন এক যুক্ত বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ‘পরাধীন আমলের ক্ষুদ্র আয়তনের পৌরসভা ব্যবস্থার আদলে বৃহৎ আয়তনের সিটি করপোরেশন পরিচালনা করা হচ্ছে। এজন্য নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কর্মকাণ্ড করতে ব্যর্থ হচ্ছে। পরাধীন আমলে ব্রিটিশ এবং পাকিস্তানিরা একক কর্তৃত্বপূর্ণ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র ও নগর নিয়ন্ত্রণ করতো। যেখানে জনগণের কোনো অংশগ্রহণের সুযোগ ছিল না। পরাধীন আমলের সিটি করপোরেশন ব্যবস্থার পরিবর্তন করে শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবীদের প্রতিনিধিত্বের মাধ্যমে আধূনিক, যুগোপযোগী এবং জনগণের অংশগ্রহণমূলক ‘নগর সরকার’ ব্যবস্থা গড়ে তোলাই একমাত্র সমাধান।’

 

ঢাকা/পারভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়