ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেলিফোনের বিল পরিশোধে অনলাইন পোষ্টিং কার্যক্রম চালু

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১২ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেলিফোনের বিল পরিশোধে অনলাইন পোষ্টিং কার্যক্রম চালু

নিজস্ব প্রতিবেদক : বেসিক ব্যাংকে টেলিফোনের বিল পরিশোধের সব তথ্য অনলাইনে পোষ্টিংয়ের কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ।

 

এ পদ্ধতির ফলে এখন থেকে টেলিফোনের বিল দেওয়ার সব তথ্য অনলাইনে দেখতে পারবে গ্রাহকরা। বিটিসিএলের সদস্য (অর্থ) ড. মো. আবু সাইদ খান বেসিক ব্যাংকের সাথে বিল পরিশোধের এ কার্যক্রম চালু করেন।

 

বেসিক ব্যাংকের ঢাকা মহানগরীস্থ ৩টি বিল কালেকশন বুথ ও দেশব্যাপী বেসিক ব্যাংকের সকল শাখায় টেলিফোন বিল জমা দেয়া যাবে এবং তাৎক্ষণিকভাবে অনলাইনে বিল পোস্টিং এবং বিল স্ট্যাটাস আপডেট হবে।

 

মঙ্গলবার শেরেবাংলা নগর বিটিসিএল অফিস প্রাঙ্গণে বেসিক ব্যাংকের বুথে কারিগরিভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে।

 

এ বিষয়ে ড. মো. আবু সাইদ খান বলেন, কিছু কিছু ক্ষেত্রে টেলিফোন বিল যথাসময়ে পরিশোধের পরও বিল পরিশোধের তথ্য লেজারবুকে এন্ট্রি হতে বিলম্বের কারণে অনিচ্ছাকৃতভাবে অনেক গ্রাহকের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে যেত।

 

এ পদ্ধতি সকল ব্যাংকের বিল গ্রহণের ক্ষেত্রে কার্যকর করা হলে বিল পরিশোধের ২৪ ঘন্টার মধ্যে লেজারবুকে তা এন্ট্রি হয়ে যাবে। এবং অনাকাঙ্খিত ফোন বিচ্ছিন্নের ঘটনা কমে যাবে। বেসিক ব্যাংক ছাড়াও অন্যান্য বিল জমাগ্রহণকারী বাণিজ্যিক ব্যাংকেও পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৬/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়