ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ভুটান যাচ্ছে টিম ওয়ালটন

আবদুল্লাহ আল মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুটান যাচ্ছে টিম ওয়ালটন

ষষ্ঠ টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬’র শিরোপাজয়ী টিম ওয়ালটনের সদস্যরা

আবদুল্লাহ আল মামুন : ভুটান ভ্রমণে যাচ্ছে করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল ‘টিম ওয়ালটন’।

গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ষষ্ঠ টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬-এর শিরোপা অর্জন করায় ওয়ালটন ক্রিকেট দলকে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ভুটান পাঠাচ্ছে ওয়ালটন কর্তৃপক্ষ।

ওয়ালটন ক্রিকেট দলের ১৫ জন সদস্য ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের উদ্দেশে রওনা দেবেন।




শিরোপা জয়ের পর টিম ওয়ালটনের সদস্যদের উল্লাস


চার দিনের এই ট্যুরে ভুটানের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন টিম ওয়ালটনের সদস্যরা।

উল্লেখ্য, অধিনায়ক উদয় হাকিমের নেতৃত্বে ওয়ালটন ক্রিকেট দলের সদস্যরা পুরো টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের বিপক্ষে অসাধারণ ক্রিকেট নৈপুণ্য প্রদর্শন করেন। সবগুলো খেলাতেই জয়ের স্বাদ নিয়ে টিম ওয়ালটন দ্বিতীয়বারের মতো অর্জন করে নেয় টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা।

করপোরেট ক্রিকেট জগতে ওয়ালটনের সুনাম আরো বাড়িয়ে দিয়েছেন দেশীয় প্রতিষ্ঠানটির ক্রিকেট দলের সদস্যরা। তাদের এই অসাধারণ কৃতিত্বের পুরস্কারস্বরূপ এবং মনোরম পরিবেশে নির্মল বিনোদনের জন্যই এই ভুটান ট্যুরের ব্যবস্থা করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।


রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/মামুন/অগাস্টিন সুজন/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ