ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত প্রকল্পে ৩.২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে জাপান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাত প্রকল্পে ৩.২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে জাপান

চুক্তি সইয়ের নোট বিনিময়

বাংলাদেশের ৭টি মেগা প্রকল্পে ঋণ সহায়তা দেবে জাপান। এ লক্ষ্যে বাংলাদেশকে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে দেশটি।

বুধবার (১২ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৭টি প্রকল্পে ঋণ সহায়তা দেবে জাপান। এ লক্ষ্যে বুধবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন চুক্তি সইয়ের নোট বিনিময় করেছেন। সে অনুযায়ী জাইকার মাধ্যমে বাংলাদেশ এই ঋণ সহায়তা পাবে।  এই ঋণের সুদ হবে মাত্র ০.৬৫ শতাংশ।

প্রকল্পগুলো হলো- যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্ধিত প্রকল্প, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে প্রকল্প, ফুড ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প এবং নগর উন্নয়ন ও শহর সুশাসন প্রকল্প।

ঢাকা/হাসান/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়