ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লেনদেনের শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৪ অক্টোবর ২০২০  
লেনদেনের শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 

বিগত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় স্থান দখল করে নিয়েছে বিমা খাতে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৮৫৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৪৭ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস। কোম্পানির ১ কোটি ১৫ লাখ ১ হাজার ৯২০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৩৩ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। কোম্পানিটির ২ কোটি ২৯ লাখ ৫ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১১৬ কোটি ১৮ লাখ ২৬ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স । কোম্পানিটির ১ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১০৫ কোটি ৪৭ লাখ ২২ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো)। কোম্পানিটির ৪ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১০৫ কোটি ১৪ লাখ ৭২ হাজার টাকা।

এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্র্যাক ব্যাংক।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়