স্পট মার্কেটে ২ কোম্পানির লেনদেন বৃহস্পতিবার
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারের লেনদেন বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে স্পট মার্কেটে শুরু হবে।
বুধবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো- ন্যাশনাল ব্যাংক ও প্রিমিয়ার সিমেন্ট।
সূত্র জানায়, কোম্পানি দুটির শেয়ার লেনদেন ১২ থেকে ১৬ আগস্ট পর্যন্ত স্পট মার্কেটে চলবে। আর স্পট মার্কেটে লেনদেন শেষে বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত রেকর্ড তারিখের কারণে কোম্পানি দুটির লেনদেন আগামী ১৭ আগস্ট বন্ধ থাকবে। পরর্তীতে ১৮ আগস্ট থেকে কোম্পানি দুটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
/এনটি/এসবি