ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাজার মূলধন বেড়েছে ৩৮ হাজার ৭৮০ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১১ সেপ্টেম্বর ২০২১  
বাজার মূলধন বেড়েছে ৩৮ হাজার ৭৮০ কোটি টাকা

পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময় লেনদেনও বেড়েছে পুঁজিবাজারে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ৩৮ হাজার ৭৮০ কোটি টাকা।

শনিবার (১১ সেপ্টেম্বর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২২ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকায়। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২২ হাজার ৬০৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা বা ৪ দশমিক শূন‌্য ১ শতাংশ।

গেল সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৭ হাজার ৬০৩ কোটি ২৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিনে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৮৯১ কোটি ৫১ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার ১৭৭ কোটি টাকা। দুই স্টক এক্সচেঞ্জে অর্থাৎ পুরো পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ৩৮ হাজার ৭৮০ কোটি টাকা।

এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৮ কোটি ১৮ লাখ ২৪ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪ হাজার ৯৫১ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা বা ৫৫.৪০ শতাংশ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৩৪১ কোটি ৭০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।

গত এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গেল সপ্তাহে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত আছে ১৩টির।

গেল সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৩১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৯০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৭৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯৪৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৯৪ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেল সপ্তাহে ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়