ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নয় মাসে ইউনিয়ন ব্যাংকের আয় বেড়েছে ৫ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ জানুয়ারি ২০২২  
নয় মাসে ইউনিয়ন ব্যাংকের আয় বেড়েছে ৫ শতাংশ

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার পর বুধবার (২৬ জানুয়ারি) দেশের উভয় শেয়ার বাজারে ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন শুরু হচ্ছে। ব্যাংকটি চলতি হিসাব বছরের নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আগের হিসাব বছরের তুলনায় চলতি বছরের ৯ মাসে ইউনিয়ন ব্যাংকের শেয়ারপ্রতি আয় ৫ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের ৯ মাসে ইউনিয়ন ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৭ পয়সা। সে হিসেবে ব্যাংকটির আয় ১১ পয়সা বা ৫ শতাংশ বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮ পয়সা। সে হিসেবে ব্যাংকটির আয় ৪৩ পয়সা বা ৪০ শতাংশ কমেছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সায়।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়