কদমতলীতে প্রিমিয়ার ব্যাংকের শাখা স্থানান্তরিত ও আগ্রাবাদে এটিএম উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা দিতে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত কদমতলী শাখা, চুনা ফ্যাক্টরি উপ-শাখা এবং আগ্রাবাদ এটিএম উদ্বোধন করা হয়েছে।
(কদমতলী শাখা: রাজা সুপার মার্কেট, দ্বিতীয় তলা, প্লট নম্বর ৬২৭, পাঠানটুলী, ডাবলমুরিং, চট্টগ্রাম। চুনা ফ্যাক্টরি উপ-শাখা: চুনা ফ্যাক্টরি উপ-শাখা, চট্টগ্রাম, এসকেএফ সেন্টার, দ্বিতীয় তলা, পি.সি. রোড, নয়াবাজার, পাহাড়তলী, চট্টগ্রাম। আগ্রাবাদ এটিএম: টাওয়ার ৭১, দ্বিতীয় তলা, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম।)
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, ইভিপি এবং আগ্রাবাদ শাখা প্রধান কিশলয় সেন।
ঢাকা/সুমন/এসবি