ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২৪ এপ্রিল ২০২৫  
স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অন্যতম উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।

কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালক তার স্ত্রীকে উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করবেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম তার স্ত্রী ফাহিমা হুসনাকে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। অবশ্য ফাহিমা হুসনা কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারী।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে আলোচ্য পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এই উদ্যোক্তা পরিচালক হস্তান্তর করবেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২০ সালে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি।

সর্বশেষ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৫.০৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০.৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫.২৯ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়