ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

শ্রমিকদের ওপর পুলিশের রাবার বুলেট

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ৭ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিকদের ওপর পুলিশের রাবার বুলেট

পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বাড্ডার শ্রমিকরা

আব্দুল্লাহ আল মামুন, বাড্ডা থেকে : রাজধানীর বাড্ডায় তোবা গার্মেন্টসের সামনে পুলিশ-শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি ছোড়ে।

দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ তোবা শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে আশপাশের গার্মেন্টসের সহস্রাধিক শ্রমিক রাস্তায় নামেন। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে দুপুর সাড়ে ১২টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের ভেতর যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষের কারণে প্রায় ঘণ্টাব্যাপী মধ্য বাড্ডায় যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে সাংবাদিক ও শ্রমিকসহ অর্ধ শতাধিক আহত হন।

এদিকে সংঘর্ষ চলাকালে তোবায় অনশনরত শ্রমিকদের কারাখানা থেকে বের করে দেয় পুলিশ। শ্রমিকরা অভিযোগ করেন, পুলিশ কারখানার ভেতরে গিয়ে ব্যাপক লাঠিপেটা করে তাদের বের করে দিয়েছে। এ ঘটনার পর শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মধ্য বাড্ডায় বাস-প্রাইভেটকারসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

বুধবার পুলিশ রাজধানীর হোসেন মার্কেটের তোবা গার্মেন্টসের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। তার পর থেকে কারখানায় অবরুদ্ধ থাকে তোবার প্রায় এক হাজার শ্রমিক।

জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেটে ঈদের আগের দিন থেকে অনশন করে আসছেন তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। একই সঙ্গে শ্রমিকরা প্রতিষ্ঠানটির এমডি দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।

৩ আগস্ট বিজিএমইএ অফিসে সরকার, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ ও বিজিএমইএর নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় তোবার শ্রমিকদের দুই মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। তারা পাওনা তিন মাসের বেতন ও বোনাস একসঙ্গে পরিশোধ করার দাবি জানিয়ে আসছেন।

অবশ্য বুধবার ৫৮৩ জন শ্রমিক দুই মাসের ভাতা নেন।

জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেটে ঈদের আগের দিন থেকে অনশন করে আসছেন তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। একই সঙ্গে শ্রমিকরা প্রতিষ্ঠানটির এমডি দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।

৩ আগস্ট বিজিএমইএ অফিসে সরকার, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ ও বিজিএমইএর নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় তোবার শ্রমিকদের দুই মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। তারা পাওনা তিন মাসের বেতন ও বোনাস একসঙ্গে পরিশোধ করার দাবি জানিয়ে আসছেন।

অবশ্য বুধবার ৫৮৩ জন শ্রমিক দুই মাসের ভাতা নেন

- See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=ebc8854c9c916986d13fcdcfc039d5bd#sthash.cU1C893X.dpuf

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৪/আব্দুল্লাহ আল মামুন/দিলারা/সন্তোষ

জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেটে ঈদের আগের দিন থেকে অনশন করে আসছেন তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। একই সঙ্গে শ্রমিকরা প্রতিষ্ঠানটির এমডি দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।

৩ আগস্ট বিজিএমইএ অফিসে সরকার, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ ও বিজিএমইএর নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় তোবার শ্রমিকদের দুই মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। তারা পাওনা তিন মাসের বেতন ও বোনাস একসঙ্গে পরিশোধ করার দাবি জানিয়ে আসছেন।

অবশ্য বুধবার ৫৮৩ জন শ্রমিক দুই মাসের ভাতা নেন

- See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=ebc8854c9c916986d13fcdcfc039d5bd#sthash.cU1C893X.dpufরাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৪/মামুন/দিলারা/এএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়