ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

পুকুর খনন করতে গিয়ে মিললো পরিত্যক্ত গ্রেনেড

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ৯ মে ২০২৪   আপডেট: ০৯:০০, ৯ মে ২০২৪
পুকুর খনন করতে গিয়ে মিললো পরিত্যক্ত গ্রেনেড

পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে একটি পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান মিলেছে। বুধবার (৮ মে) রাতে ঈশ্বরদী পৌর শহরের এম এস কলোনির তিনতলা এলাকায় গ্রেনেডটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খোকন নামের এক মাছ ব্যবসায়ী কিছুদিন ধরে এম এস কলোনির তিনতলা মাঠে পুকুর খননের কাজ করছেন। বুধবার বিকেলে শ্রমিকরা কাজ শেষে চলে যান। সে সময় স্বর্ণা নামের এক শিশু খনন কাজ চলমান পুকুর থেকে লাল টেপ মোড়ানো একটি বস্তু খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। শিশুটির বাবা বস্তুটি গ্রেনেড বুঝতে পেরে পূর্বের স্থানে রেখে ৯৯৯ নম্বরে ফোন দেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এলাকাটি পাক বাহিনীর অধ্যুষিত এলাকা ছিল। ধারণা করছি, সে সময় গ্রেনেডটি অবিস্ফোরিত হয়ে মাটিচাপা পড়েছিল। মাটি খননে সেটি বের হয়ে এসেছে।

তিনি আরও বলেন, বর্তমানে গ্রেনেডটি মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য র‍্যাবের বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়