ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোর্ড অনুমোদন দিলে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাবে বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৮ মে ২০২৪  
বোর্ড অনুমোদন দিলে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাবে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড অনুমোদন দিলে ঋণের তৃতীয় কিস্তির অর্থ বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দাতা সংস্থাটির প্রতিনিধিদলের প্রধান ক্রিস পাপাগেওর্জিউ।

বুধবার (৮ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঋণের তৃতীয় কিস্তির অর্থের বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। কয়েক সপ্তাহের মধ্যে দাতা সংস্থাটির নির্বাহী বোর্ডের অনুমতির অপেক্ষায় রয়েছি। এর পর দ্বিতীয় পর্যালোচনা শেষে ঋণের তৃতীয় কিস্তির ৯৩২ মিলিয়ন মার্কিন ডলার ছাড় করা হবে।

আইএমএফের ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্স ডিভিশনের প্রধান বলেন, আইএমএফ সমর্থিত কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার করেছে বাংলাদেশ। বিশেষ করে, পেট্রোলিয়াম পণ্যের জন্য ফর্মুলাভিত্তিক জ্বালানি মূল্য সমন্বয় নীতি তারা বাস্তবায়ন করেছেন।

মূল্যস্ফীতিসহ নানা সমস্যা থাকা সত্ত্বেও বিনিময় হার পুনর্বিন্যাসে বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে স্বাগত জানিয়েছে আইএমএফ।

বাংলাদেশের অর্থনৈতিক সঙ্কট মোকাবিলার অংশ হিসেবে আইএমএফ গত বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে। গত বছরের ডিসেম্বরে ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন দেয় আইএমএফের নির্বাহী বোর্ড।

হাসনাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়