ঢাকা     সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩১

ডোমারে ফলাফল ঘোষণার সময় দুর্বৃত্তের হামলা

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৯ মে ২০২৪   আপডেট: ০৯:৫৯, ৯ মে ২০২৪
ডোমারে ফলাফল ঘোষণার সময় দুর্বৃত্তের হামলা

নীলফামারীর ডোমারে ভোটের ফলাফল ঘোষণার সময় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। বুধবার (৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণার সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় কন্ট্রোল রুমের চেয়ার-টেবিল ও দরজা ভাঙচুর করা হয়। প্রায় ৩০ মিনিট পর উপজেলা পরিষদের মেইন গেটের সামনের সড়কে অবস্থান নেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিথুন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়