ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

বিশেষ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ১৫:০২, ২৭ জুলাই ২০২৫
ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন; বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-এর বর্তমান কমিটি সংগঠনটিতে কেন প্রশাসক নিয়োগ করা হবে না-সে মর্মে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান ও নির্বাহী সচিবের পরস্পর বিরোধী বৈরী লিখিত বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানীকারক ও ডিলাররা আতঙ্কের মধ্যে আছেন। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-এর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।

বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমান-কে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। 

তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করত: নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

ঢাকা/হাসনাত/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়