ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিটি ব্যাংক নিয়ে এলো নতুন সেবা ‘সিটি ইমপেক্স’

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ৩০ জুলাই ২০২৫  
সিটি ব্যাংক নিয়ে এলো নতুন সেবা ‘সিটি ইমপেক্স’

সিটি ব্যাংক নিয়ে এলো নতুন ডিজিটাল ট্রেড প্লাটফর্ম ‘সিটি ইমপেক্স’। 

ক্রমবর্ধমান গ্রাহক চাহিদার সঙ্গে খাপ খাইয়ে সুবিধাজনক ও দ্রুত অনলাইন ট্রেড ব্যাংকিং সেবা দিতে এই আধুনিক প্লাটফর্ম চালু করেছে ব্যাংকটি। যা সম্প্রতি উদ্বোধন করা হয়। 

এখন থেকে গ্রাহকরা ব্যাংকে এসে অপেক্ষা না করে দেশের যেকোনো স্থানে বা বিদেশ থেকেও যেকোনো সময় ‘সিটি ইমপেক্স’ ব্যবহার করে আমদানি ও রপ্তানি সংক্রান্ত ট্রেড পরিষেবা গ্রহণ করতে পারবেন।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজিজ আল কায়সার, চেয়ারম্যান হোসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেড সার্ভিস ডিভিশন প্রধান ফারুক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংক প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ গ্রাহকবৃন্দ।

‘সিটি ইমপেক্স’ প্লাটফর্ম ব্যবহারকারীরা তাদের নিজস্ব অফিস থেকেই ট্রানজেকশন রিপোর্ট, আমদানি-রপ্তানি আদেশ, লেনদেনের ভাউচার, সুইফট মেসেজ, রিয়েল টাইম ট্রানজেকশন এলার্ট এবং লিমিট পর্যবেক্ষণসহ ট্রেড ব্যাংকিংয়ের সকল সুবিধা পাবেন।

এ প্লাটফর্মের মাধ্যমে সিটি ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে আরো আধুনিক, স্বচ্ছ এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়