ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:১০, ৩ আগস্ট ২০২৫
অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তি করদাতাদের জন্য আগামীকাল সোমবার (৪ আগস্ট) থেকে অনলাইনে আয়কর বিবরণী বা আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (৩ আগস্ট) এ-সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এতে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আরো পড়ুন:

আদেশে বলা হয়েছে, করদাতাদের ওয়েবসাইটের (www.etaxnbf.gov.bd) মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। তবে, চার শ্রেণির করদাতা এতে ছাড় পাবেন। তারা হলেন, ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা; বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি। এই চার শ্রেণির করদাতাদের বেলায় এ বিধান পালনে কোনো বাধ্যবাধকতা নেই। তারা চাইলে অনলাইন বা অফলাইন যেকোনভাবেই রিটার্ন জমা দিতে পারবেন। সেই সঙ্গে কেউ যদি ১লা জুলাই থেকে এর মধ্যেই অফলাইনে রিটার্ন জমা দিয়ে দেন তাহলে সেটা সেভাবেই গ্রহণ করা হবে।

আদেশে বলা হয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারকে লিখিতভাবে জানাতে হবে। তাহলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে ওই করদাতা পেপার রিটার্ন (কাগজে ফরম পূরণ) দাখিল করতে পারবেন।

ঢাকা/নাজমুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়