ডিএসইর উদ্যোগে বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ কর্মশালা
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিস্টিং বিধিমালা অনুযায়ী, ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ‘বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ’ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ডিএসই লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উদ্যোগে ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত এই কর্মশালাটি হাইব্রিড (অনলাইন ও ফিজিক্যাল) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
ডিএসইর পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “শুধু আইন জানা যথেষ্ট নয়, নৈতিকতার চর্চাও জরুরি—তাহলেই আমরা একটি পরিছন্ন পুঁজিবাজার গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান, লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী।
কর্মশালায় সিকিউরিটিজ বন্ধক, অবমুক্তকরণ এবং বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া, ডিএসই তালিকাভুক্তি নিয়ন্ত্রণ, সিডিবিএল এর ডিপি অপারেশন এবং সংশ্লিষ্ট আইন-বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঢাকা/এনটি/এসবি