ডিএসইতে পতন সিএসইতে উত্থান, বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এ দিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। তবে লেনদেন শুরুর আড়াই ঘণ্টা পর থেকে সূচক পতনমুখী হতে শুরু করে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা পতনমুখী অবস্থায় ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.২১ পয়েন্ট কমে ১ হাজার ২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৮৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৪টি কোম্পানির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত আছে ৬৩টির।
এ দিন ডিএসইতে মোট ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪০২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১২.২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬২১ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৩২ পয়েন্ট বেড়ে ৮৫৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৩.৯৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ২৮টির।
সিএসইতে ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা