ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ বিএসএফের ৯৭নম্বর ব্যাটালিয়নের জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)।
সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ ওই বিএসএফ জওয়ানকে সঙ্গে সঙ্গেই সহকর্মীরা উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, ওই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা।
বিএসএফের স্থানীয় দফতর বা দিল্লিতে সদর দফতরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই গুলিবর্ষণের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
ঢাকা/শাহেদ