ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ পরিবর্তনের রজত জয়ন্তী পর্ব

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ২৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 আজ পরিবর্তনের রজত জয়ন্তী পর্ব

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন।  আজ বুধবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটির ২৫তম পর্ব প্রচারিত হবে।

এজন্য জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে এবারের পরিবর্তন। এবারের পর্বে ৭০জন সংগীত, অভিনয় ও নৃত্যশিল্পী অংশ নিয়েছেন। গত ১৩ ও ১৪ জুলাই বাংলাদেশ টেলিভিশনের মিলনায়তনে দর্শকদের উপস্থিতিতে পরিবর্তন অনুষ্ঠানের এবারের পর্বটি ধারণ করা হয়েছে।

এবারের পরিবর্তনে থাকছে পুরোনো ৩টি গান। এছাড়া চারটি গানে ২০ জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেছেন। নৃত্য পরিচালনা করেছেন আবু নাঈম। কোরিওগ্রাফি করেছেন নাঈম ড্যান্স কোম্পানি।

বিভিন্ন কুইজের মাধ্যমে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে। মিলনায়তনে উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে সাজানো হয়েছে এই পর্বটি।
 


হজম আলী, মানিক রতন, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, এসব নিয়মিত পর্বে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশের বিষয়গুলো থাকছে। এছাড়াও থাকবে বিশ্বকাপ ফুটবল, ৯৯৯, দুর্নীতি, ভ্যাট প্রদানে অনিয়ম, বিদেশি সিরিয়ালের কু-প্রভাব, ভিনদেশি জাতীয় পতাকা উড়ানো নিয়ে বাড়াবাড়ি, কেমিক্যাল মুক্ত ফলমূল, পরনিন্দা পরচর্চা প্রভৃতি বিষয়।

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থণা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়