ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

গ্রিন ইউনিভার্সিটি-সোলারল্যান্ড বাংলাদেশ স্মারক সই

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রিন ইউনিভার্সিটি-সোলারল্যান্ড বাংলাদেশ স্মারক সই

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা, গবেষণা ও পেশাদারিত্ব উন্নয়নে গ্রিন ইউনিভার্সিটি ও সোলারল্যান্ড বাংলাদেশের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মতিউর তানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সেন্টারের পরিচালক সহকারী অধ্যাপক সিরাজুম মুনীরা ও সোলারল্যান্ডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওয়েডং শুয়ে (বেনি) স্মারকে সই করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়জুর রহমান, সোলারল্যান্ড বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার আখতার হামিদ খান উপস্থিত ছিলেন।

স্মারকের আওতায় প্রতি বছর গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সোলারল্যান্ডে ইন্টার্নশিপ, ট্রেনিং ও গবেষণার সুযোগ পাবেন। ইন্টার্নশিপের পর সোলারল্যান্ড বাংলাদেশ চাকরিরও ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ