ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

শপথ নিলেন সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ১৫ মে ২০২৪  
শপথ নিলেন সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিয়েছেন লরেন্স ওং। এর মাধ্যমে ২০ বছরের মধ্যে প্রথমবার নতুন প্রধানমন্ত্রী পেলো সিঙ্গাপুর। 

দুই দশক ধরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদে থাকা লি সিয়েন লুংয়ের স্থলাভিষিক্ত হলেন ৫১ বছর বয়সী লরেন্স। লি সিয়েনের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লরেন্স স্থানীয় সময় রাত ৮ টার পরে ইস্তানা সরকারি অফিসে শপথ নেন। এর পরপরই লরেন্সের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এদের মধ্যে রয়েছেন লরেন্সের পূর্বসূরি লি সিয়েন। ৭২ বছর বয়সী লি সিয়েন সিনিয়র মন্ত্রীর ভূমিকা পালন করবেন।

স্বাধীন রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের ৫৯ বছরের ইতিহাসে লরেন্স হচ্ছেন চতুর্থ প্রধানমন্ত্রী। পূর্বসূরিদের মতো তিনিও ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সদস্য।

মার্কিন শিক্ষিত অর্থনীতিবিদ লরেন্সকে ব্যাপকভাবে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী হিসাবে দেখা হয়। তিনি সফলভাবে কোভিড-১৯ সংকট মোকাবিলা করেছিল। ওই সময় তিনি সরকারের মহামারী টাস্কফোর্সের প্রধান ছিলেন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়