ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের কেনাকাটায় আপনজোন ডটকম

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৩০ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের কেনাকাটায় আপনজোন ডটকম

আপনজন ডটকমের ঈদ উৎসব ব্যানার

লাইফস্টাইল প্রতিবেদক : বছর ঘুরে আবার আসছে ঈদ। ফলে ঈদের কেনাকাটার ব্যস্ত পরিবেশ এখন শপিংমলগুলোয়। এর পাশাপাশি ঘরে বসেই বিভিন্ন অনলাইন শপিং সাইট থেকেও ঈদের কেনাকাটায় ক্রেতাদের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

 

ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের জনপ্রিয় ও অন্যতম প্রধান অনলাইন শপিং সাইট আপনজোন ডটকমে (www.aponzone.com) শুরু হয়েছে ঈদ কেনাকাটা উৎসব। এই উৎসবে আপনজোন ডটকমে রয়েছে ঈদের পোশাক, গহনা, ঘড়ি, পারফিউম, টি-শার্ট সহ সকল পণ্যের ওপর বিশেষ ছাড় এবং যেকোনো কিছু কিনলেই নিশ্চিত উপহার অফার। এ ছাড়াও কেনাকাটার ওপর রয়েছে ৫% থেকে ৫০% ক্যাশব্যাক অফার, যা দিয়ে ক্রেতারা পরবর্তীতে যেকোনো সময় আপনজোন ডটকম থেকে কেনাকাটায় ব্যবহার করতে পারবেন।

 

অফারটি চাঁদ রাত পর্যন্ত কার্যকর থাকবে এবং অফার শেষে লটারির মাধ্যমে নির্বাচিত দুজন ক্রেতার জন্য রয়েছে সঙ্গী সহ বুফে ডিনার।

 

ঈদকে সামনে রেখে আপনজোন ডটকমে এসেছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, থ্রিপিস, গহনা, প্রসাধনী, ছেলেদের টি-শার্ট, ঘড়ি, সানগ্লাস, বিভিন্ন ঘর সাজানো ও রান্নাঘরের সামগ্রী এবং নিত্যনতুন সব প্রযুক্তি পণ্য ও গ্যাজেট।

 

ঈদ কেনাকাটা উৎসব উপলক্ষে আপনডট ডটকমে দিচ্ছে, বাংলাদেশের যেকোনো স্থানে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। 

 

 


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়