ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রহস্যময় নারী’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রহস্যময় নারী’

বিনোদন প্রতিবেদক : নাঈম, মিথিলা, শ্যামল মাওলা, হক বারিশ, তৃষ্ণা, রানী আহাদ একসঙ্গে অবসর কাটাতে নেপাল যান। সেখানে ভালোই কাটছিল তাদের সময়। হঠাৎ একদিন মিথিলা হারিয়ে যায়। এ নিয়ে চিন্তায় পড়ে সবাই। কিছুদিন যেতেই আরো একজন হারিয়ে যায়। তারপর বিষয়টি নিয়ে শরনাপন্ন হন গোয়েন্দা অফিসার নজরুল রাজের কাছে। ঘটনা উদঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে রহস্যময়ী এক নারীর নাম। তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রহস্যময় নারী’ নামের টেলিফিল্ম।

সম্প্রতি নেপালে শুটিং শেষ করে দেশে ফিরেছেন ‘রহস্যময় নারী’ টেলিফিল্মের শুটিং ইউনিট। ‘রহস্যময় নারী’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন রাজিব আহমেদ।

পরিচালক সাখাওয়াত মানিক রাইজিংবিডিকে বলেন, ‘‘রহস্যময় নারী’ টেলিফিল্মের গল্পটি দারুণ। এ গল্পে কয়েকটি মোড় রয়েছে। যা দেখে দর্শকদের ভালো লাগবে। নাটকটির দৃশ্যধারণও খুব ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

বর্তমানে টেলিফিল্মটির সম্পাদনার কাজ চলছে। খুব শিগগির ‘রহস্যময় নারী’ টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।




রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়