সিনেমায় আরফিন রুমি
আরফিন রুমি
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি। সাধারণত সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হিসেবেই পরিচিত তিনি। তবে এবার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন আরফিন। প্রথমবারের মতো সিনেমার পর্দায় দেখা যাবে তাকে।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমার একটি গানে পারফর্ম করার জন্য ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘পাপী তাপী মন/কান্দে সারাক্ষণ’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি পারফর্ম করবেন এই গায়ক। এর সংগীতায়োজনও তিনিই করেছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।
এ প্রসঙ্গে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমার সিনেমার গল্পের প্রয়োজনে একটি কনসার্টের দৃশ্য করতে হচ্ছে। যেখানে পয়লা বৈশাখের কনসার্টে একজন গায়ককে গান গাইতে দেখা যাবে। খুবই গুরুত্বপূর্ণ এ দৃশ্যটির জন্য আমার মনে হয়েছে সত্যিকারের শিল্পী দিয়েই কাজটি করাব। আমার মনে হয়েছে গানের মেজাজের সঙ্গে রুমিই পারফেক্ট। রুমিকেও ধন্যবাদ যে তিনি কাজটি করতে সম্মত হয়েছেন।’
এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জান্নাত’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মাহি ও সাইমন সাদিককে। এছাড়া আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খানসহ আরো অনেককেই সিনেমাটিতে অভিনয় করছেন। এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।
রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৭/রাহাত/মারুফ
রাইজিংবিডি.কম