ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বলিউডে স্বজনপ্রীতি বিতর্কে মুখ খুললেন সোনম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বলিউডে স্বজনপ্রীতি বিতর্কে মুখ খুললেন সোনম

সোনম কাপুর

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক নতুন নয়। ‘কফি উইথ করন’ টক শোয়ে নির্মাতা করন জোহরকে স্বজনপ্রীতির পতাকাবাহক বলে উল্লেখ করেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এরপর অনেকেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

সম্প্রতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নতুন করে বিষয়টি আলোচনায় আসে। পরবর্তী সময়ে বলিউডে তারকা সন্তানদের কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হয়।

আজ (২১ জুন) মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সোনম কাপুর। এক টুইটে এই অভিনেত্রী লেখেন, ‘আজ বাবা দিবসে আরো একটি বিষয় বলতে চাই, হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে। তার জন্যই আমি এই অবস্থানে। হ্যাঁ, আমি সুযোগ সুবিধা পেয়েছি। এতে অপমানের কিছু নেই। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমার বাবা অনেক পরিশ্রম করেছেন। আর আমার জন্ম যেখানে এবং যার মাধ্যমে হয়েছে তা আমার কর্মফল। আমি তার মেয়ে হয়ে গর্বিত।’

এদিকে অনেকেই সোনমকে কটাক্ষ করে নানা মন্তব্য করেন। সেগুলোর স্ক্রিনশট প্রকাশ করে সোনম ক্যাপশনে লেখেন, ‘আমাকে এই মন্তব্যগুলো করা হয়েছে। সকল মিডিয়া ও লোকজন যারা এই ধরনের আচরণকে উৎসাহিত করেন, এটা আপনাদের জন্য। কেউ একজন অন্যের ক্ষতি করছে, সবাই তার প্রতি দয়া দেখানোর কথা বলছেন।’

অন্য এক টুইটে তিনি লেখেন, ‘আমি সবাইকে আমার কমেন্ট সেকশনটি দেখতে অনুরোধ করছি। আশা করব আপনারা চাইবেন না আপনাদের কেউ এ ধরনের মন্তব্য করুক। আশা করব আপনাদের মা-বাবাকে এই ধরনের জিনিস দেখতে হবে না।’

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই স্বজনপ্রীতির বিষয়ে জোরাল আলোচনা শুরু হয়। সুশান্ত ভক্তরা মনে করছেন বলিউডের স্বজনপ্রীতির কারণেই অনেক কাজ হারিয়েছেন সুশান্ত। এ কারণেই বিষণ্ণতায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়