ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

‘সৌমিত্রদা’র সঙ্গে অভিনয় করার সময় শুধু পানি খেতাম’

প্রকাশিত: ১৫:১৬, ১৫ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:০৯, ১৫ নভেম্বর ২০২০
‘সৌমিত্রদা’র সঙ্গে অভিনয় করার সময় শুধু পানি খেতাম’

প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুর খবরে দুই বাংলায় শোকের ছায়া নেমে এসেছে। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার শিল্পীরাও তার সঙ্গে কাজ করেছেন। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের এসব শিল্পীরা। 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করেছেন। তাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ওমর সানি বলেন, ‘সৌমিত্রদা একটা ইতিহাস। ভারতবর্ষের অভিনয়ের একটা ডিকশনারি। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার লোকাল প্রোডাকশনের দুইটা সিনেমায় দাদাকে সহশিল্পী হিসেবে পাওয়া। উনাকে দেখার পর আমি তাকিয়ে থাকতাম। আমাকে বলতো-কিরে কী দেখছিস? আমি বলতাম- দাদা, তোমাকে দেখি। আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সঙ্গে অভিনয় করার। আমার জীবন সার্থক। সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি। উনি আমাকে ডাকলেন, বললেন-কিরে তোর মাথায় কিছু নেইরে, শুধু গোবর! আমি লজ্জায় মাথানত করতাম অভিনয় করার সময় শুধু পানি খেতাম। আমাকে বলতো- কিরে এত পানি খাচ্ছিস কেন, কোনো সমস্য? আমি বলতাম- না দাদা, তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়। অট্টহাসি দিত এবং আদর করত। অনেক বছর গ্যাপ, খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব, আর হলো না। দাদা, তোমার প্রতি আমার শ্রদ্ধা, পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা, বিগ বস।’

কলকাতার বেলভিউ হাসপাতালে দীর্ঘ ৩৯ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন সৌমিত্র চ্যাটার্জি। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র। ১৯৫৯ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে সত্যজিৎ রায় পরিচালিত ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন তিনি। কবি ও খুব উচ্চমানের আবৃত্তিকার হিসেবে তার দারুণ খ্যাতি রয়েছে। ২০১২ সালে ভারতের চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন সৌমিত্র। ২০০৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ পান তিনি। 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়