ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২৯ এপ্রিল ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিহত শাহাদাত হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহাদাত হোসেন (১৮) নামে এক একাদশ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত জেলার আখাউড়া উপজেলার পূর্ব আনোয়ারপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। শাহাদাত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলেন। তবে পড়াশোনার জন্য জেলা শহরের কলেজপাড়া খান টাওয়ারের সামনে বোন ববিতা বেগমের সঙ্গে থাকত শাহাদাত। তাদের মা শিরিন বেগম ব্রাহ্মণবাড়িয়া ডাকঘরে চাকুরি করেন।
 
প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আখাউড়া থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওয়ানা হয় শাহাদাত। বিকেল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় সামনের ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। সেসময় সামনের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন মোটরসাইকেল আরোহী শাহাদাত। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। তবে মোটরসাইকেলের পেছনে থাকা শাহাদাতের বন্ধু বেঁচে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ট্রাকের নিচে চাপা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রুবেল/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়