ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবেশ বাঁচাতে টঙ্গের গান’র নবজাগরণের সুর

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২৯ এপ্রিল ২০২৪  
পরিবেশ বাঁচাতে টঙ্গের গান’র নবজাগরণের সুর

পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে টঙ্গের গান’র পথসংগীত।

'দূষিত বায়ু কমাচ্ছে আয়ু, বাঁচাও পরিবেশ বাঁচাও বাংলাদেশ, সংস্কৃতি লালন করি সম্প্রীতির দেশ করি, গুজব নয় তথ্য ছড়াই।'
পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে এমন নানা স্লোগানে ব্যতিক্রমী এক পথসংগীতের আয়োজন করে টঙ্গের গান নামের একটি স্বেচ্ছাসেবী শিল্পীদের সংগঠন। পরিবেশ বাঁচাতে তারা সুর তোলেন নবজাগরণের।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মুখে পরিবেশ সম্পর্কিত গণসচেতনতামূলক এমন উদ্যোগে গ্রিন ভয়েস, রিভারাইন অ্যান্ড পিপলসহ আরও চারটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।

আরো পড়ুন:

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।

টঙ্গের গান ও ইয়ং বাংলা'র এমন যৌথ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষক।

তারা বলেন, সচেতনতার অভাবে দিন দিন পরিবেশ ও প্রতিবেশ চরম আকারে হুমকির মুখে পতিত হচ্ছে। নদীতে পানি নেই, পরিবেশ রক্ষায় নেই পর্যাপ্ত গাছপালাও। যার ফলে দিন দিন বায়ুমণ্ডলের তাপমাত্রা আরও উষ্ণ হচ্ছে। যার প্রভাব পড়ছে জীবন-জীবিকার উপর। এমন পরিস্থিতি মোকাবেলায় গণসচেতনতার কোনো বিকল্প নেই। তাই এমন নানা মহতী উদ্যোগে নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষায় সকলকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

পরিবেশ রক্ষায় গণসচেতনতামূলক এমন পথসংগীতের আয়োজক টঙ্গের গানের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান আবির বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় নানামুখী গণসচেতনতামূলক কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকের এই পথসংগীতের আয়োজন। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরাসহ নতুন প্রজন্ম পরিবেশ রক্ষায় নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে একটি মানবিক সমাজ বা পৃথিবী উপহার দেওয়া খুব সহজ হবে। যার ফলশ্রুতিতে মানুষ নির্মল শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে। সেই লক্ষ্যেই গানের সুরে সুরে জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে টঙ্গের গান।

একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে টঙ্গের গান’র শিল্পীদের সমন্বয়ে গণসচেতনতামূলক এই পথসংগীতের আয়োজন করে 'ইয়াং বাংলা' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আমিরুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়