Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

নুসরাত খুললেন আইসোলেশন সেন্টার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৩ মে ২০২১  
নুসরাত খুললেন আইসোলেশন সেন্টার

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত‌্যুর সংখ‌্যা হু হু করে বাড়ছে। মৃতদেহ সৎকার নিয়েও সংকটের শেষ নেই। এ পরিস্থিতিতে আইসোলেশন সেন্টার ও কমিউনিটি কিচেন চালু করলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ভ্যাবলা পলিটেকনিক কলেজে তৈরি করেছেন এই আইসোলেশন সেন্টার ও কমিউনিটি কিচেন।

নুসরাত তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানান, কম উপসর্গযুক্ত করোনা রোগীরা এই আইসোলেশন সেন্টারে থাকতে পারবেন। এছাড়াও কোভিড আক্রান্ত এবং দুস্থ পরিবারের জন্য কমিউনিটি কিচেন চালু করেছেন তিনি। বিনামূল্যে তারা খাবার পাবেন। কমিউনিটি কিচেনের সেবা পাওয়ার জন্য ফোন নম্বরও শেয়ার করেছেন নুসরাত। হাসপাতালের বেড এবং অক্সিজেন নিয়ে যখন হাজারও অভিযোগ উঠছে তখন নুসরাতের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।

পরবর্তীতে বসিরহাট বিধানসভার প্রতিটি কেন্দ্রে আইসোলেশন সেন্টার তৈরির কথা ভাবছেন নুসরাত। স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব হতো না বলেও জানিয়েছেন তিনি। বর্তমান কঠিন পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ‌্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়