ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নিজেকে সর্বোচ্চ যোগ্য’ করতে যোগব্যায়াম করছেন পরীমনি

প্রকাশিত: ১৬:১৫, ২২ জুন ২০২১   আপডেট: ১৮:১১, ২২ জুন ২০২১
‘নিজেকে সর্বোচ্চ যোগ্য’ করতে যোগব্যায়াম করছেন পরীমনি

শারীরিক সুস্থতা, মানসিক ধকল সর্বোপরী নিজেকে সর্বোচ্চ যোগ্য করে গড়ে তুলতে যোগব্যায়াম করছেন পরীমনি। 

আজ (২২ জুন) ফেইসবুক পেইজে এই চিত্রনায়িকা যোগব্যায়াম করার কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন একটি উক্তি: ‘নিজেকে সাহায্য করার জন্য আপনাকে অবশ্যই নিজের হতে হবে। নিজেকে সর্বোচ্চ যোগ্য হিসেবে তৈরি করুন। কোনো ভুল করলে ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং এগিয়ে যান।-ডেভ পেলজার।’’

ঢাকাই চলচ্চিত্রের এই গ্ল্যামার-কন্যা খুব শিগগিরই কাজে ফিরবেন বলে জানা গেছে। পরী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগে শেষ হয়েছে ‘মুখোশ’-এর শুটিং।  সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেন ইফতেখার শুভ। সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন রোশান।  

সম্প্রতি নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন পরীমনি। খবরে প্রকাশ ধকল সামলাতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতা কাটিয়ে উঠে নিজেকে সতেজ রাখতেই তিনি যোগব্যায়াম বেছে নিয়েছেন।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়