ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

দেশের জন্য লড়ছেন ইউক্রেনের সংগীতশিল্পীরা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ৩ মার্চ ২০২২   আপডেট: ১৫:০৯, ৩ মার্চ ২০২২
দেশের জন্য লড়ছেন ইউক্রেনের সংগীতশিল্পীরা

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে উত্তপ্ত গোটা বিশ্ব। নানা নিষেধাজ্ঞার মাঝেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। জীবন বাঁচাতে এ পর্যন্ত ১০ লাখের মতো ইউক্রেনের নাগরিক পার্শ্ববতী দেশে আশ্রয় নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ। এ তালিকায় রয়েছেন ইউক্রেনের সংগীতশিল্পী ওলগা কারোলোভা। এ সংগীতশিল্পী দেশটির প্রকৃত চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছেন, পাশাপাশি ইউক্রেন সেনাদের জন্য সহায়তা তহবিল গঠন করেছেন। তার মতো আরো অনেক সংগীতশিল্পী এ কাজ করছেন।

ইউক্রেনের চেরনিহিভের বাসিন্দা ওলগা কারোলোভা। গত সপ্তাহে সেখান থেকে পালিয়ে পোলান্ডে আশ্রয় নিয়েছেন তিনি। মেয়েকে নিয়ে দেশ থেকে পালানোর গল্প শুনিয়েছেন বিবিসিকে। সংবাদমাধ্যমটিকে এই শিল্পী বলেন—‘আমি পাগলের মতো গাড়ি চালিয়েছি। আমি যখন বোমা নিক্ষেপের দৃশ্য দেখছিলাম, তখন শুধু মনে হয়েছে, সন্তানের জন্য এখান থেকে পালিয়ে যাও।’  

ওলগা ইউক্রেনের অন্যতম সেরা একজন টেকনো ডিজে। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি চালিয়ে পোলান্ডের সীমান্তে পৌঁছান তিনি। সেই রাতে তার একটি মিউজিক্যাল শো বুক করা ছিল। এই শোয়ে তার অন্য সব গান বাদ দিয়ে টানা ইউক্রেনিয়ান মিউজিক বাজান। তা উল্লেখ করে ওলগা বলেন, ‘আমি বাজাচ্ছিলাম আর কাঁদছিলাম। এটি আমার জীবনের খুব কষ্টের মঞ্চ ছিল। আমি নিশ্চিতভাবে জানি, আমার কিছু একটা করা প্রয়োজন।’

ওলগা এই শো থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনের সেনা ও শরণার্থীদের জন্য দান করেছেন। একই রাতে তার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি সহায়তা তহবিলের অনুষ্ঠান সঞ্চালনা করেন ওলগা। এ শিল্পীর ইনস্টাগ্রামে প্রচুর ভ্রমণ ও নাইট ক্লাবে তোলা আনন্দঘন ছবি রয়েছে। তবে ইউক্রেনে হামলার পর থেকে তার সোশ্যাল মিডিয়ায় শোভা পাচ্ছে বিধ্বস্ত ইউক্রেনের ছবি। ইউক্রেনে রাশিয়ার ধ্বংস যজ্ঞ ভক্তদের (বিশেষ করে রাশিয়ান ভক্ত) দেখানোই এখন ওলগার একমাত্র লক্ষ্য। বিস্ময় প্রকাশ করে এই গায়িকা বলেন—‘আমি খুব বিস্মিত কারণ রাশিয়ার মানুষ সত্যটা বিশ্বাস করছে না। আমি ছবি পোস্ট করার পর রাশিয়ান ভক্তরা বলছে, এসব সত্য নয়। তারা এসব দেখতে চান না।’

ওলগা একা এই কাজ করছেন না, তার মতো আরো ইউক্রেনের সংগীতশিল্পী রয়েছেন। যেমন ফোক শিল্পী খ্রিস্টাইনা সোলোভি। তিনি বলেন, ‘প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা আমাদের শহরের তথ্য ছড়িয়ে দিচ্ছি। রাশিয়ানদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তাদের বলছি, ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাচ্ছে।’

একশতর বেশি ইউক্রেনের শিল্পী তাদের ইউটিউবে থাম্বনেইলের ছবি বদলেছেন। তাদের ভিডিওর থাম্বনেইলে দেশের চিত্র ও পতাকার ছবি ব্যবহার করেছেন। পাশাপাশি লিখেছেন, ‘আপনি যখন এই ভিডিও দেখছেন, তখন রুশ সেনাদের আক্রমণে ইউক্রেনের মানুষ মরছে। এটি বন্ধ করুন।’

ইউক্রেনের রক শিল্পী ওকেন এলজি তার ফেসবুকে প্রতিমুহূর্তে দেশের আপডেট দিচ্ছেন। একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের আহত সেনাদের দেখতে হাসপাতালে গিয়েছেন তিনি। আরেকটি ভিডিওতে দেখা যায়, খারকিভের রাস্তায় বুলেট প্রুফ জ্যাকেট পরে বক্তব্য দিচ্ছেন। আরেকটিতে দেখা যায় কিভে খাবার বিতরণ করছেন এই শিল্পী। এ বিষয়ে ওকেন এলজি বলেন, ‘এখানে আমার পরিচিতি রয়েছে, তা আমি ব্যবহার করছি। আমার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব ততটুকু করছি।’

এছাড়াও দেশের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন ইউক্রেনের অনেক সংগীতশিল্পী। এ তালিকায় রয়েছেন পপ ঘরানার ব্যান্ড বুমবক্সের গায়ক অ্যান্ড্রি খলিভনিউক, রক ব্যান্ড জিনজার প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ