ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের বিশ্বকাপ দল চূড়ান্ত, মঙ্গলবার ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২৯ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৫৯, ২৯ এপ্রিল ২০২৪
ভারতের বিশ্বকাপ দল চূড়ান্ত, মঙ্গলবার ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা আগামী পহেলা মে’র মধ্যে করতে হবে। ভারতের নির্বাচকরা ইতোমধ্যে তাদের ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছেন। আগামীকাল মঙ্গলবার হবে ঘোষণা। এদিন প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে আহমেদাবাদে বসবেন নির্বাচকরা। সেখানেই আলাপ-আলোচনা শেষে ঘোষণা করবেন বিশ্বকাপের দল।

তার আগে গতকাল দিল্লিতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাক্ষাত করতে যান আগারকার। সেখানে নির্বাচিত দল নিয়ে রোহিতের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করেন তিনি। শুধু তাই নয়, মঙ্গলবার নির্বাচকদের সঙ্গে মুম্বাই থেকে ভার্চুয়ালি আবার যুক্ত হবেন রোহিত।

আরো পড়ুন:

বোলারদের মধ্যে বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন যুজবেন্দ্র চাহাল ও অর্শ্বদীপ সিং। ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়ার মধ্যে যেকেউ হতে পারেন ভাইস ক্যাপ্টেন।

ভারতের সম্ভাব্য বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক/সহ-অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শ্বদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং ও খলিল আহমেদ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়